দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আবারও আইনি ঝামেলায় পড়েছেন। গত বছর মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হওয়ার ঘটনায় বিতর্কের মধ্যে ছিলেন আল্লু। এবার সমস্যা দেখা দিয়েছে তার হায়দরাবাদস্থ বহুতল ভবন ‘আল্লু বিজনেস পার্ক’-কে ঘিরে।
জুবিলি হিল্স এলাকার এই বহুতল ভবনের জন্য গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল করপোরেশন (GHMC)-এর পক্ষ থেকে আল্লু ও তার পরিবারকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। পৌরসভার অভিযোগ, অনুমোদিত মাপের বাইরে বাড়িটি তৈরি করা হয়েছে।
প্রথমে এই জমিতে অনুমোদন ছিল ১২২৬ বর্গগজের জায়গায় পাঁচতলা (জি+ফোর) বহুতল নির্মাণের। তবে GHMC-র পরিদর্শনে দেখা গেছে, সর্বোচ্চ তলায় আরও একটি তল যুক্ত হয়েছে, যা বেআইনি নির্মাণ হিসেবে ধরা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে আল্লুকে জানানো হয়েছে, কেন নির্ধারিত সীমা অমান্য করে বাড়িটি তৈরি করা হলো এবং এর বৈধ কারণ দেখাতে হবে। যদি সন্তোষজনক উত্তর না আসে, তবে বর্ধিত তল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হতে পারে।
জানা গেছে, এই বহুতল ভবন নির্মিত হয়েছে দুই বছর আগে। এখানে আল্লুর পারিবারিক ব্যবসার অফিসও রয়েছে। এখনও আল্লু বা তার পরিবার থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারিতে রাখছে। এই ঘটনা আল্লুর জন্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে, যা তার ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনের উপর প্রভাব ফেলতে পারে।