Ridge Bangla

অস্ত্র ও মাদকসহ সীমান্তে ৩ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৩৪ হাজার ইয়াবা ও একটি রামদাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটক তিনজন হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) এবং মো. শফি আলম (৩০)। তারা তিনজনই কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ জুন) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার সীমান্ত পেরিয়ে তিনজন ব্যক্তি ব্যাগসহ বাংলাদেশের দিকে প্রবেশ করছিলেন। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে আটক করার পর তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার ইয়াবা ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদক থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অভিযান তারই অংশ।”

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। বিজিবির আইনগত কার্যক্রম শেষে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন