ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, বিদেশি পিস্তলসহ ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়ধারী এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৫ জুন) ভোররাতে তারাব পৌরসভার বাশার পুলিশ বক্সের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম জাকারিয়া আহমেদ তাপাদার ওরফে রাজন (৩৪)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবর তাপাদারের ছেলে।
রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, জাকারিয়া নিজেকে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের সঙ্গে মহাসড়কে ডাকাতি করতেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও গুলি, একটি ওয়াকিটকি, ধারালো অস্ত্র, দুটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন, এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন ডিভাইস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া স্বীকার করেন, তিনি ঢাকায় অবস্থানরত একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং তার এই সংগঠনের আরও ১৪ জন সদস্য বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে।
এছাড়া, ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা করে মারিয়া চৌধুরী নামে এক নারীকে বিয়ে করে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে তার বিরুদ্ধে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।