মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান মালপত্র লুট করে পালিয়েছে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন।
ঘটনাটি বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে সুরুজ্জামান সরকারের বাড়িতে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২–১৫ জনের ডাকাতদল দোতলা বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রথমে শাকিল সরকার ও শামীম সরকারকে কোপায় এবং ছোট ভাই শিপন সরকারকে বেঁধে ফেলে।
এরপর ঘর থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। আহত দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।