Ridge Bangla

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার (১১ আগস্ট) ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার বিষয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুন