প্রায় পাঁচ বছর পর প্রকাশ্যে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ সময় আড়ালে থাকা এই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন রটে ছিল বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সে গুঞ্জনের সত্যতা প্রকাশ্যে আসে।
সেই সময় পপি তার মা ও ভাইবোনদের বিরুদ্ধে অভিযোগ তোলেন, দ্বন্দ্ব ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে। পরে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে আরও কথা বলেন। তবে আবারও কিছু সময় আড়ালে ছিলেন তিনি।
গত ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে পপি প্রকাশ্যে এসে অসমাপ্ত সিনেমাগুলোর জন্য নির্মাতাদের কাছে ক্ষমা চেয়েছেন। পপি বলেন, “দুটি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, “ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, কারও ক্ষতি করিনি। ইচ্ছে আছে, যদি সুযোগ মেলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।”
পপি বলেন, অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তিনি আশা প্রকাশ করেছেন, অসমাপ্ত সিনেমাগুলো সমাপ্ত করার সুযোগ পেলে চলচ্চিত্র জগতে আবারও অবদান রাখতে পারবেন।