Ridge Bangla

অশ্লীলতার অভিযোগে ভারতে ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ ঘোষণা

অশ্লীলতা, অনাকাঙ্ক্ষিত যৌন উপস্থাপন ও হিংসাত্মক বিষয়বস্তুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (এমআইবি)। সম্প্রতি তারা ২৪টি ওটিটি অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যেগুলোর বিরুদ্ধে ‘সফট পর্ন’ ছড়ানোর অভিযোগ উঠেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব অ্যাপ ও ওয়েবসাইটের নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে ‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’সহ আরও বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম।

মন্ত্রণালয়ের অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো ভারতের একাধিক আইন ভেঙেছে। এর মধ্যে রয়েছে ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৬৭ ও ৬৭এ, যেখানে ওটিটি মাধ্যমে অশ্লীল ও যৌন উত্তেজক উপাদান প্রদর্শনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী অশ্লীল অঙ্গভঙ্গি ও গানের মাধ্যমে অশ্লীলতা প্রদর্শন নিষিদ্ধ। এ ছাড়া ১৯৮৬ সালের ‘ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন (প্রোহিবিশন) অ্যাক্ট’-এর অধীন নারীদের অশ্লীলভাবে উপস্থাপন করাও দণ্ডনীয় অপরাধ।

মন্ত্রণালয় জানিয়েছে, আইনি লঙ্ঘনের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসব অ্যাপ ও ওয়েবসাইট ভারতে প্রযুক্তিগতভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই উদ্যোগকে ভারতে ডিজিটাল কনটেন্টের শালীনতা, সামাজিক দায়িত্ব ও নৈতিকতা রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে এটি ওটিটি নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিতও বহন করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন