Ridge Bangla

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন চমক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে সম্মাননা গ্রহণের সময় অপ্রত্যাশিত বিপদ থেকে অল্পের জন্য বাঁচেন। সোনালি কাজের শাড়ি ও নজরকাড়া সাজে মঞ্চে উপস্থিত ছিলেন চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হেঁচকতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাঁকে সামলে দেন, ফলে মেঝেতে পড়ার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে চমকের শাড়ির আঁচলের ওপর দাঁড়িয়ে থাকা ব্যক্তির ওপর সমালোচনা করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, শাড়ির আঁচলের ওপর কেউ দাঁড়িয়ে ছিলেন, যা নজরে না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

রুকাইয়া জাহান চমক ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিত। তাঁর অভিনয় ও রূপ সহজেই দর্শকের মন জয় করেছে এবং অসংখ্য ভক্ত-অনুসারী তৈরি হয়েছে। যদিও বর্তমানে কাজ নিয়ে তেমন আলোচনায় নেই, সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিতি রাখার কারণে ভক্তরা তাঁর খবর রাখেন।

চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন। ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন