Ridge Bangla

অল্পদিনেই সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছি: সুস্মিতা

কলকাতার টালিউডে সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির ঘনিষ্ঠতার গুঞ্জন সম্প্রতি জোরদার হয়েছে। দুর্গাপূজার সময়ে তারা একসঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর অনুরাগীদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়।

সোমবার সৃজিত তার সোশ্যাল মিডিয়ায় দুর্গোৎসবের মণ্ডপে তোলা ছবি শেয়ার করেন। ছবিগুলিতে দেখা যায়, সৃজিত ও সুস্মিতা একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকাচ্ছেন, যা নেটিজেনদের কৌতূহল বাড়ায়। সুস্মিতা বিষয়টি ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যায়, অল্প সময়ের মধ্যে আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছি। যারা এসব নিয়ে আলোচনা করছেন, তাদের নিয়ে আমার কিছু বলার নেই।”

সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেছেন। এই কাজে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এর আগে তাদের কোনো পরিচয় ছিল না। সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী। মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে অভিনয়েই ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে, সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবনেও গুঞ্জন চলছে। মিথিলার সঙ্গে তার দাম্পত্য জীবন নিয়ে টালিউডে দীর্ঘদিন ধরে জল্পনা রয়েছে। সম্প্রতি এক পডকাস্টে মিথিলা স্পষ্ট কিছু বলেননি, বরং বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।”

এই পরিস্থিতিতে সুস্মিতা ও সৃজিতের সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় কি, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বৃদ্ধি পেয়েছে। তবে সুস্মিতা স্পষ্ট করেছেন, এটি শুধুই পেশাদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নেটিজেনরা এই ছবি ও পোস্টের মাধ্যমে টালিউডে নতুন বন্ধুত্ব ও গুজবের মিশ্রণ দেখছেন, যা আলোচনা ও জল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন