Ridge Bangla

অর্থবছরের প্রথম দুই মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম আদায় হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। তবে বাস্তবে আদায় হয়েছে মাত্র ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। এর মধ্যে সর্বাধিক রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে, যা ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এছাড়া কাস্টমস খাতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে এসেছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, মে–জুন মাসে সংস্থার অভ্যন্তরীণ আন্দোলনের কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছিল। আন্দোলন শেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও এখনও অভ্যন্তরীণ অস্থিরতা বিরাজ করছে। বরখাস্ত ও বদলির আশঙ্কায় অনেক কর্মকর্তা মনোযোগ হারাচ্ছেন, যা সরাসরি রাজস্ব আদায়ে প্রভাব ফেলছে।

এছাড়া আমদানি হ্রাস, ব্যবসায়িক স্থবিরতা এবং প্রশাসনিক দুর্বলতাকেও রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অর্থনৈতিক কার্যক্রম সচল না হলে সরকারের রাজস্ব সংগ্রহে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থাৎ, অর্থবছরের শুরুতেই রাজস্ব ঘাটতির যে ছবি প্রকাশ পেয়েছে, তা আগামী মাসগুলোতে রাজস্ব সংগ্রহের ওপর কঠোর নজরদারি এবং প্রশাসনিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন