দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন। ডারউইনে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার অপরাজিত ১২৫ রানের ইনিংসে প্রোটিয়ারা অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায়।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৭ উইকেটে ২১৮ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়।
৩ উইকেটে ৫৩ রানে বিপদে পড়ার পর মাঠে নামেন ব্রেভিস। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও দ্রুত আক্রমণাত্মক রূপ নেন তিনি। ২৫ বলে ফিফটি পূর্ণ করার পর পরের ৫০ রান তুলতে খেলেন মাত্র ১৬ বল। শেষ পর্যন্ত ৪১ বলে সেঞ্চুরি স্পর্শ করে ৫৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় অপরাজিত ১২৫ রান করেন তিনি।
এই ইনিংসে ব্রেভিস গড়েন একাধিক রেকর্ড—
-
দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান (২২ বছর ১০৫ দিন)
-
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (পূর্বের রেকর্ড: ফাফ ডু প্লেসি, ১১৯ রান, ২০১৫)
-
দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি (৪১ বল, দ্রুততম ডেভিড মিলার, ৩৫ বল, বনাম বাংলাদেশ)
তার এই ব্যাটিং নৈপুণ্যে সিরিজে ফিরেছে দক্ষিণ আফ্রিকা, আর ক্রিকেট বিশ্ব পেয়েছে নতুন ‘বেবি এবি’ উপাধিধারী এক সুপারস্টারকে।