Ridge Bangla

অভিযানে উদ্ধার হলো আরও ৫ হাজার ঘনফুট সাদা পাথর

সিলেটের গোয়াইনঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন। এর মধ্যে বিন্নাকান্দি গ্রাম থেকে আড়াই হাজার ঘনফুট এবং জাফলং জিরো পয়েন্ট থেকে আরও আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে গোয়াইনঘাট উপজেলা ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেখানে সাদা পাথর মজুত রয়েছে। অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে লুট হওয়া আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এগুলো সাদা পাথরে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই দিন বিকেলে জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া আরও আড়াই হাজার ঘনফুট পাথর জাফলংয়ের বিয়াই রেস্টুরেন্টের পেছন থেকে উদ্ধার করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, “বিন্নাকান্দি থেকে জব্দ করা পাথর সাদা পাথরে ফেরত পাঠানো হবে। জাফলং থেকে উদ্ধার করা পাথরও দ্রুত প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। পাথর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত তিন দিনে জাফলং থেকে মোট ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর সঠিক স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং অবৈধ খনন ও পরিবহণ রোধে নেওয়া হয়েছে। প্রশাসন সতর্ক করেছেন, অবৈধভাবে সাদা পাথর লুট বা সংরক্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাথর উদ্ধারের এই পদক্ষেপে স্থানীয় জনগণও স্বস্তি অনুভব করছেন, যাদের দীর্ঘদিন ধরে সাদা পাথরের অবৈধ খনন ও পরিবহণের কারণে ভুগতে হয়েছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন