Ridge Bangla

অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হননি। বিষয়টি পুলিশ তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়েছিল। সেই ঘটনার দায় স্বীকার করেছিল গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই। এবার ঠিক একই ধাঁচে দিশা পাটানির বাড়ির ঘটনায় দায় স্বীকার করেছে গ্যাংস্টার বাহিনী।

ফেসবুক পোস্টের মাধ্যমে দায় স্বীকার করে বলা হয়েছে, “আমি বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছে, তার দায় আমরা স্বীকার করছি। তারা আমাদের সাধুদের অপমান করেছেন এবং আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরেরবার কেউ আমাদের ধর্মের প্রতি অশ্লীল আচরণ করলে তার ফল ভোগ করতে হবে।”

এ ব্যাপারে অভিনেত্রী দিশা পাটানি এবং তার বড় বোন খুশবু এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। পুলিশ জানিয়েছে, তারা গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করছে। স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোয়েন্দা তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় প্রকাশ করা হবে।

এ ঘটনায় চলচ্চিত্র অঙ্গন ও সাধারণ মানুষও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন