Ridge Bangla

‘অভিনেত্রীদের জীবন কতটা কঠিন আপনাদের ধারণা নেই’: আলিজে শাহের বিস্ফোরক অভিযোগ

পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ বিনোদন জগতের ভেতরের নির্যাতন, হেনস্তা, শোষণ ও অসম্মানের চিত্র তুলে ধরে বিস্ফোরক অভিযোগ এনেছেন। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘অভিনেত্রীদের জীবন কতটা কঠিন আপনাদের ধারণা নেই। আমাকে নিয়ে ট্রোল, বন্ধ হোক।’

আলিজে অভিযোগ করেন, ২০২১ সালে সংগীতশিল্পী শাজিয়া মানজুর র্যাম্পে ইচ্ছাকৃতভাবে তাকে ফেলে দিয়েছিলেন এবং এরপর টিকটক তারকা জান্নাত মির্জা ও উপস্থাপিকা জুগন কাজিমের সঙ্গে মিলে তাকে নিয়ে প্রকাশ্যে উপহাস করেন। তিনি আরও জানান, ‘আমাদের পারিশ্রমিক মাসের পর মাস আটকে রাখা হয়। তিন মাস পর চেক দিলে মনে হয় যেন তারা দয়া করছে।’

প্রতিবাদ করার পর তাকে ‘ব্ল্যাকলিস্ট’ করে দেওয়া হয় এবং সোশ্যাল মিডিয়ায় অর্থ দিয়ে তার বিরুদ্ধে ট্রোল ছড়ানো হয়। পরিচালকরা অপমানজনকভাবে ডেকে বলেন, ‘তোমার ইমেজ খারাপ, কাজ দিতে পারবো না।’ এক সহ-অভিনেত্রীর সাথে বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে ছোঁড়া সিগারেটের অভিযোগ মিথ্যা, তবে তিনি স্বীকার করেন যে ওই অভিনেত্রীর রুমে গিয়ে স্যান্ডেল ছুঁড়ে মারেন।

শারীরিক স্পর্শ নিয়ে আলিজে বলেন, ‘যদি দৃশ্যের প্রয়োজন না থাকে, কেউ আমাকে ছুঁতে পারবে না। আমি কারও সম্পত্তি নই।’

সর্বশেষ তিনি বলেন, ‘আমাদের নিয়ে ট্রোল করার আগে অন্তত বুঝে নিন, একজন নারী শিল্পীকে এই পিতৃতান্ত্রিক সমাজে কতটা লড়াই করে টিকে থাকতে হয়।’

আলিজে শাহের এই সাহসী বক্তব্য পাকিস্তানের বিনোদন জগতে নারী শিল্পীদের প্রতি চলমান অবমাননা, হয়রানি ও শোষণের বাস্তবতা নতুন করে সামনে এনেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাকে সমর্থন জানিয়ে এই বিষয়গুলোর বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন