Ridge Bangla

অভিনেত্রীকে ভালোবেসে ব্যর্থতার অভিজ্ঞতা শেয়ার করলেন তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌসিফ মাহবুব বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাফল্যের ধারাবাহিকতায় তিনি এখন শীর্ষ অভিনেতাদের একজন হলেও ব্যক্তিজীবনে কিছু তিক্ত অভিজ্ঞতাও রয়েছে তার। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি খোলামেলা কথোপকথনে সেসব অভিজ্ঞতা শেয়ার করেন।

তৌসিফ জানান, অর্জন যত বাড়ছে ততই বুঝতে পারছেন কারা সত্যিকারের আপন আর কারা কেবল মুখোশের আড়ালে থাকা মানুষ। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ের পর তিনি উপলব্ধি করেছেন, চারপাশে অনেকেই বন্ধুর মুখে থাকলেও অন্তরে ভিন্ন মানসিকতা পোষণ করে।

তিনি বলেন, “কিছু ঘটনা মানুষের চোখ খুলে দেয়। প্রকৃত বন্ধু হলে তারা আমার সাফল্যে আনন্দ খুঁজে পায়। তবে কেউ কেউ ঈর্ষান্বিত হয়। যদিও আমি নিজেকে খুব বড় কিছু ভাবি না, তবুও এসব অভিজ্ঞতা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।”

এই সাক্ষাৎকারে তৌসিফ বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঘনিষ্ঠ বন্ধু ও সহঅভিনেতা সিয়াম আহমেদের প্রতি। তিনি বলেন, “সিয়ামের একাগ্রতা ও পরিশ্রম আমাকে সবসময় অনুপ্রাণিত করে। সে যে জায়গায় পৌঁছেছে, তা কেবল সততা আর শ্রমের ফল। আমি ওকে নিয়ে গর্ব করি।”

ব্যক্তিগত জীবনের এক অধ্যায়ের কথাও প্রকাশ করেন তিনি। জানান, একসময় একজন অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়ালেও সম্পর্কের পরিণতি হয়নি। রসিকতার ছলে বলেন, “একবার ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলাম।” তবে সেই অভিজ্ঞতাও তাকে পরিণত করেছে বলে মন্তব্য করেন তৌসিফ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন