Ridge Bangla

অভিনেতা নয়, বাবুর্চি হওয়ার স্বপ্ন দেখতেন ধানুশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় ও সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন ধানুশ। অথচ অনেকেই জানেন না, শৈশবে তিনি ফুল বিক্রি করতেন। প্রতিদিন ফুল বিক্রি করে উপার্জিত টাকায় ইডলি খেতেন তিনি। সেই স্মৃতিই যেন নতুন ছবির সঙ্গে আবারও ফিরে এসেছে। শিগগিরই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ইডলি কড়াই’। সম্প্রতি ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে ধানুশ জানালেন, ছোটবেলায় তিনি অভিনেতা নয়, বরং বাবুর্চি হতে চেয়েছিলেন।

অনুষ্ঠানে ধানুশ বলেন, “আমি সবসময় বাবুর্চি হওয়ার স্বপ্ন দেখতাম। তাই হয়তো সিনেমায় বারবার শেফ বা খাবার ঘিরে চরিত্র আমার কাছে আসে। ‘জগমে তান্দিরাম’-এ পরোটা বানিয়েছি, ‘তিরুচিত্রাবালাম’-এ ছিলাম ডেলিভারি বয়, ‘রায়ান’-এ চালিয়েছি ফাস্টফুডের দোকান, আর এবার ‘ইডলি কড়াই’-এ আমি ইডলি বানাচ্ছি। এমনকি আমি যখন নিজে গল্প লিখি, তখনো শেফের চরিত্র লিখে ফেলি। মনে হয়, এটা ম্যানিফেস্টেশনের কারণেই ঘটছে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “মানুষ যা ভাবে, তাই হয়ে ওঠে। তরুণদের উচিত নিজেদের লক্ষ্যকে এমনভাবে কল্পনা করা যেন তা তারা ইতিমধ্যেই অর্জন করেছে। এরপর কঠোর পরিশ্রম করলে সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমিও জীবনে তার প্রমাণ।”

‘ইডলি কড়াই’ প্রসঙ্গে ধানুশ বলেন, “এটি সাধারণ অথচ আবেগঘন একটি সিনেমা। দর্শক পুরো পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন।”

একসময় ফুল বিক্রেতা হিসেবে জীবন শুরু করা ধানুশ আজ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল তারকা। তবে ভেতরে ভেতরে তিনি এখনো এক শেফ হওয়ার স্বপ্ন বয়ে বেড়ান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন