Ridge Bangla

অভিনয় ছাড়াও নতুন ব্যবসায়িক যাত্রা শুরু করলেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি এবার নতুন ব্যবসায়িক উদ্যোগে প্রবেশ করেছেন। দীর্ঘদিন অভিনয়ে সফলতার পর এবার ইন্টেরিয়র ডিজাইন খাতে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘ফার্নি’ শুরু করেছেন তিনি। এ উদ্যোগের পেছনে রয়েছে মেহজাবীনের ব্যক্তিগত আগ্রহ এবং সৃজনশীলতার প্রতিফলন।

সম্প্রতি এক পডকাস্টে মেহজাবীন জানান, অভিনয়ের আগে তিনি কস্টিউম ডিজাইনে বিশেষ আগ্রহী ছিলেন। কিন্তু পরবর্তীতে বুঝতে পারেন যে, সেটি তার জন্য উপযুক্ত নয়। এরপর ইন্টেরিয়র ডিজাইনের প্রতি আকৃষ্ট হন। নিজের বাসায় কাজ করার পাশাপাশি বন্ধু ও সহকর্মীদের বাড়ি দেখার সময় এই কাজে আগ্রহ জন্ম নেয়। সেই আগ্রহ থেকেই ‘ফার্নি’ প্রতিষ্ঠা করেন মেহজাবীন ও তার কয়েকজন বন্ধু।

মেহজাবীন বলেন, “ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে খুবই মজার কাজ। প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র রুচি ও প্রয়োজন অনুযায়ী সৃজনশীলতা প্রয়োগ করতে পারাটা আমার কাছে এক উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। এখন পর্যন্ত আমরা প্রায় দেড় বছরে ছয়টি প্রজেক্ট সফলভাবে শেষ করেছি।”

এ পর্যন্ত বিষয়টি নিয়ে জনসমক্ষে তেমন আলোচনার কারণেও মেহজাবীন কথা বলেন, “আমি ফেসবুকে কিছু পোস্ট করেছিলাম, কিন্তু বেশিরভাগই তা উপেক্ষা করেছিল। হয়তো মনে হয়েছে আমি অন্য কারো প্রমোশন করছি। কিন্তু আসলে আমি নিজেই এই কাজ নিয়ে বেশি প্রচার করিনি।”

মেহজাবীন ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের ইচ্ছাও প্রকাশ করেন। পাশাপাশি, তিনি বর্তমানে দুটি সিনেমার ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’র প্রযোজনায় যুক্ত আছেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও সিনেমা প্রযোজনায় পদার্পণ করে মেহজাবীন তার বহুমুখী প্রতিভার পরিচয় দিচ্ছেন। দর্শকদের মন জয় করার পর এবার ব্যবসার মঞ্চেও সফলতার স্বপ্ন দেখছেন এই প্রতিভাবান অভিনেত্রী।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন