Ridge Bangla

অভিনয় ছাড়তে চেয়েছিলেন যীশু, পাশে দাঁড়ালেন অমিতাভ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে সাফল্যের এই পথ একেবারেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, হতাশা থেকে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। সেই কঠিন সময়ে মানসিক সমর্থন দিয়ে তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

যীশু বলেন, টেলিভিশন থেকে সিনেমায় আসার সময় তাকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছিল। তবে সবচেয়ে হতাশার মুহূর্ত এসেছিল ২০০৭ সালে, যখন তিনি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘দ্য লাস্ট লিয়ার’ ছবির শুটিং করছিলেন। ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করছিলেন মানসিক অসুস্থ এক থিয়েটার অভিনেতার চরিত্রে, আর যীশু ছিলেন জনপ্রিয় সাংবাদিক।

একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ভুল করার কারণে ঋতুপর্ণ ঘোষের বকাঝকা শুনতে হয়েছিল তাকে। যীশুর ভাষায়, “আমার চরিত্রে একটি বিশেষ অ্যাটিটিউড দরকার ছিল। রিহার্সালের সময় আমি ভুল করে স্যারের (অমিতাভ বচ্চন) সংলাপও বলে ফেলি। এতে আমি ভীষণ ভেঙে পড়ি।”

তবে সেই মুহূর্তে পাশে দাঁড়ান অমিতাভ। তিনি যীশুকে আলাদা করে ডেকে নিয়ে বলেন, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু একজন অভিনেতা হিসেবে শেখার প্রক্রিয়াটা বন্ধ করা যাবে না। তার উৎসাহব্যঞ্জক কথায় যীশু আবারও আত্মবিশ্বাস ফিরে পান।

যীশু বলেন, “অমিতাভ স্যারের সেই কয়েকটি কথা আজও আমাকে অনুপ্রেরণা দেয়। হয়তো তার জন্যই আমি আজও লড়াই চালিয়ে যাচ্ছি।”

বর্তমানে যীশু বাংলা ও হিন্দি সিনেমা দু’জায়গাতেই সমান জনপ্রিয়। তবে নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে তিনি কখনোই ভুলে যান না, হতাশার সময়ে অমিতাভ বচ্চনের দেওয়া অনুপ্রেরণার কথা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন