Ridge Bangla

অভিনয় ছাড়ছেন দীপিকা পাড়ুকোন?

সন্তান জন্মের পর থেকে দীর্ঘ সময় রূপালি পর্দায় অনুপস্থিত বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন ধীরে ধীরে কাজে ফিরলেও এবার তার অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। ২০২৪ সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দিয়ে দর্শকের সামনে আসার পর, গত বছরের সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দিয়ে তিনি দীর্ঘ বিরতি নিয়েছিলেন। সম্প্রতি তিনি ‘মার্জার সরণী’ ছবিতে ফিরেছেন এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং নিয়েও বলিউডে আলোচনা চলছে। তবে শর্তসাপেক্ষে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার বিষয়টি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

নতুন খবর হলো, দীপিকা ‘দ্য ইন্টার্ন’ ছবির মুখ্য নায়িকার চরিত্র থেকে সরে দাঁড়াতে চান। ২০১৫ সালের একই নামের হলিউড ছবির রিমেকে মূল চরিত্রে অভিনয়ের কথা থাকলেও এবার তিনি শুধুমাত্র প্রযোজক হিসেবে যুক্ত থাকতে আগ্রহী। মূল ছবির বর্ষীয়ান চরিত্রে প্রথমে ঋষি কাপুরের নাম থাকলেও তার মৃত্যুর পর অমিতাভ বচ্চনকে নেওয়া হয়েছে। ছবির কাজ নানা কারণে বারবার পিছিয়ে আসায় দীপিকা এখন প্রযোজনা ও সৃজনশীল কাজে মনোযোগী হতে চাইছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। বর্তমানে নতুন নায়িকা খোঁজা হচ্ছে।

দীপিকা বলিউডে নতুন ভূমিকায় নিজেকে দেখতে চান এবং তার পরিকল্পিত পাঁচটি প্রকল্পের প্রথমটি ‘দ্য ইন্টার্ন’। তবে শিগগিরই তাকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে এবং ‘কল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্বে দেখা যাবে বলে জানা গেছে।

আরো পড়ুন