অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন মিম চৌধুরী। একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন, তেমনি উপস্থাপনাতেও পেয়েছেন আলাদা পরিচিতি। এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।
মানসম্মত ও ভালো গল্পের নাটকে কাজ করতেই পছন্দ করেন মিম। সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে তার অনেক নাটক দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও অন্যান্য সহশিল্পীদের সঙ্গে তার কাজও পেয়েছে ইতিবাচক সাড়া। মিম সিনেমাতেও কাজ করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে নাটকে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে নিয়মিতভাবে নাটকেই যুক্ত রয়েছেন।
অভিনয়ের পাশাপাশি মিম তার পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। তিনি এসএসসি শেষ করেছেন শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এবং এইচএসসি দিয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজে। অনার্স শুরু করেছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে, তবে বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ চতুর্থ বর্ষের সেমিস্টার পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আজ মিম চৌধুরীর জন্মদিন। চলমান পরীক্ষার কারণে তিনি আপাতত শুটিং থেকে বিরত রয়েছেন এবং জন্মদিনটি বাবা মাসুদ পারভেজ চৌধুরী, মা রূপা চৌধুরী এবং ছোট ভাই জয় চৌধুরীর সঙ্গে পারিবারিকভাবে উদযাপন করছেন।
নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে অভিনয় ও উপস্থাপনাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম। ‘নাচো বাংলাদেশ নাচো’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে তিনি মিডিয়ায় প্রবেশ করেন। এরপর থেকেই নিয়মিতভাবে নাচ, অভিনয় ও উপস্থাপনায় কাজ করে যাচ্ছেন।
বর্তমানে তিনি গ্লোবাল টিভিতে প্রচারিত সাপ্তাহিক গানের অনুষ্ঠান ‘মিউজিক নাইট’-এর নিয়মিত উপস্থাপক। অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার রাত ১০:৩০ মিনিটে সম্প্রচারিত হয়।
মিম চৌধুরী এখন পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন— সাফি উদ্দিন সাফির ‘ভালোবাসা এক্সপ্রেস’, প্রসূন রহমানের ‘সূতপার ঠিকানা’ এবং নাসিম সাহনিকের ‘গোয়েন্দা গিরি’। যদিও ‘গোয়েন্দা গিরি’ সিনেমাটিকে স্বীকৃতি দিতে নারাজ মিম। তার ভাষায়, এটি একটি টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সিনেমা আকারে চ্যানেল আইতে প্রচারিত হয়।