Ridge Bangla

অভিনয়ের বাইরে কৃতি শ্যাননের সমাজকল্যাণের যাত্রা শুরু

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শুধুই চলচ্চিত্র জগতের পরিচয় নয়; তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন। বিশ্বজুড়ে নারীস্বাস্থ্য, লিঙ্গ সমতা ও ক্ষমতায়নের বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধিতে কৃতি নিয়মিত অংশগ্রহণ করেন। তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের লিঙ্গসমতা বিষয়ক সম্মানসূচক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তিনি ভারতের প্রতিনিধি হয়ে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ অংশগ্রহণ করবেন এবং সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনের আলোচনার শীর্ষক হলো ‘ওম্যান্স হেলথ-গ্লোবাল ওয়েলথ: ক্যাটালাইজিং রিটার্নস অন বোল্ড ইনভেস্টমেন্টস’। এতে নারীস্বাস্থ্যে বিনিয়োগের গুরুত্ব ও এর বৈশ্বিক অর্থনীতি ও সমাজকে শক্তিশালী করার প্রভাব তুলে ধরা হবে। কৃতির অংশগ্রহণের মাধ্যমে বিনোদন জগতের তারকা কীভাবে সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করে বাস্তব পরিবর্তনে প্রেরণা দিতে পারেন, তা আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হবে।

চলচ্চিত্র জগতে ‘মিমি’, ‘বচন পান্ডে’-এর মতো সিনেমায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে কৃতি দর্শকদের মন জয় করেছেন। তবে চলচ্চিত্রের বাইরে তিনি বাস্তব সমাজে নারীস্বাস্থ্য ও ক্ষমতায়ন নিয়ে কাজ করে একটি নতুন পরিচয় তৈরি করেছেন। ইউএনএফপিএর সঙ্গে যুক্ত হয়ে নারী বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি কৃতি আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় প্রতিনিধিত্বের মাধ্যমে সেলিব্রেটিদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বও তুলে ধরছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন