Ridge Bangla

অভিনয়জীবনে দুই দশকে তামান্না ভাটিয়া

ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সৌন্দর্য ও অভিনয় প্রতিভার এক অনন্য সমন্বয়। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি দক্ষিণী সিনেমা, বলিউড থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম—সব জায়গায়ই নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। ‘স্টার কিড’ নন হয়েও কেবল পরিশ্রম ও মেধার জোরে তামান্না আজ প্রতিষ্ঠিত এক তারকা। সম্প্রতি তিনি ছুঁয়েছেন ক্যারিয়ারের এক নতুন মাইলফলক।

‘বাহুবলী’ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর ‘জেলার’ ও ‘স্ত্রী ২’-এর মতো সাম্প্রতিক হিট ছবিগুলোতে তার অনবদ্য উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। প্রতিটি ছবিতেই তিনি নিজের অভিনয়শৈলীতে নতুন মাত্রা যোগ করেছেন।

চলতি বছর অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করছেন তামান্না। এ উপলক্ষে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কাজ তখনই সার্থক হয়, যখন আপনি এমন কিছু আনেন যা গল্পে প্রাণ দেয়। ভাবনা যদি অনুপ্রাণিত করে আর গল্প যদি সত্যিই কথা বলে, তবেই একটি কাজ সফল হয়। কিন্তু অন্যের অনুভূতির বোঝা বহন করতে গিয়ে যদি নিজের সৃষ্টিশীলতা হারিয়ে যায়, তাহলে অবদান রাখার সুযোগও কমে আসে।”

তামান্না আরও যোগ করেন, “আমি ভাবতাম, যারা নিয়ম বানান তারা যদি নিজেরাই শাড়ি বা ঝলমলে পোশাক পরে দেখতেন, তবে বুঝতে পারতেন এগুলো সঠিকভাবে বহন করা কতটা কঠিন।”

অভিনেত্রীর মতে, দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে সাফল্য শুধু বাণিজ্যিক হিট দিয়ে আসে না, বরং প্রতিটি চরিত্রে শিল্পীসুলভ অবদান রাখাই আসল জয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন