Ridge Bangla

অবৈধ বালু পরিবহন: শেরপুরে ৯ ট্রাক জব্দ, চালকসহ ৯ জনের কারাদণ্ড

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিলুপ্ত ঘোষিত ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে নয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে জব্দ করা হয়েছে বালুবাহী ৯টি ট্রাক।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

তিনি জানান, সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বালু মহাল থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছিল। এ কারণে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত ট্রাকগুলো জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে ছয়জনকে ১৫ দিনের ও তিনজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৫ দিনের সাজাপ্রাপ্তরা হলেন—জামির হোসেন (৩২), জহুরুল ইসলাম খোকন (৪২), গাজী শেখ (২৮), রাকিব হোসেন (২২), আব্দুল রাসেল (২৫) ও রুকন (২৭)। ৭ দিনের সাজাপ্রাপ্তরা হলেন—আব্দুল কাদির (৩৩), মমিন মিয়া (২০) ও আরিফুল ইসলাম সোহাগ (২২)।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দণ্ডপ্রাপ্তদের শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৯

আরো পড়ুন