মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবসর সঞ্চয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সি, প্রাইভেট ইকুইটি, সম্পত্তি, স্বর্ণ ও অন্যান্য অপ্রচলিত খাতে বিনিয়োগ সহজ করার উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে তিনি এই নির্দেশ দেন, এমন নিয়ম পরিবর্তনের পথ খুঁজতে যা নিয়োগদাতাদের কর্মীদের অবসরকালীন সঞ্চয়ভিত্তিক অ্যাকাউন্টে এসব বিনিয়োগের সুযোগ দেওয়ায় নিরুৎসাহিত করে।
ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ সাধারণ শ্রমিকদের এখন বিনিয়োগের সুযোগ দেবে, যা এতদিন মূলত ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত ছিল। একইসঙ্গে বিকল্প বিনিয়োগ খাতগুলোর জন্য নতুন তহবিলের উৎস খুলে দেবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঞ্চয়কারীদের ঝুঁকি বাড়াতে পারে। ক্রিপ্টোকারেন্সি বা প্রাইভেট ইকুইটির মতো খাতে উচ্চ অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে অবসর সঞ্চয় ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত ও সুরক্ষামূলক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।