Ridge Bangla

অবশেষে স্বস্তির জয়ে শ্রীলংকা সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে স্বস্তির দেখা পেল টাইগাররা। ফলে সিরিজ এখন ১-১ সমতায়।

শনিবার (৫ জুলাই) কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় করেন ৫১ রান এবং তানজিম হাসান সাকিব অপরাজিত থাকেন ৩৩ রানে।

শ্রীলঙ্কার পক্ষে ফার্নান্দো ৪টি এবং হাসারাঙ্গা ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে ২৩২ রান। বাংলাদেশের হয়ে স্পিনার তানভীর ইসলাম তুলে নেন ৫ উইকেট—যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথম ফাইফার। এছাড়া তানজিম হাসান সাকিব ২টি এবং মোস্তাফিজ, মিরাজ ও শামীম ১টি করে উইকেট দখল করেন।

ব্যাট হাতে বড় সংগ্রহ না পেলেও বোলারদের দাপটে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয় শুধুই একটি সংখ্যা নয়, এটি যেন দীর্ঘ হারের বৃত্ত ভাঙার এক উন্মুক্ত নিঃশ্বাস। সিরিজে ফিরেছে মিরাজরা, আর অধিনায়ক হিসেবে এটি মেহেদী হাসান মিরাজের প্রথম জয়।

উল্লেখ্য, শারজায় আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সব ম্যাচে হার ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর এই জয় টাইগারদের জন্য এক বড় স্বস্তি এনে দিয়েছে।

আরো পড়ুন