Ridge Bangla

অবশেষে সিনেমায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অবশেষে আবারও সিনেমায় ফিরছেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘পরাণ’-এর মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন তিনি। এরপর ‘দামাল’ সিনেমায় অভিনয় করলেও সেটি প্রত্যাশিত সাড়া পায়নি। এরপর থেকে সিনেমা নিয়ে মিম ছিলেন নীরব। যদিও বিজ্ঞাপন ও ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন, নতুন কোনো চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে এবার জানা গেছে, ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি নতুন সিনেমা নিয়ে আবারও আলোচনায় এসেছেন মিম। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় মিম অভিনয় করছেন তার স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

যদিও রাজনৈতিক নানা পট পরিবর্তনের কারণে ছবিটির মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে মিম বলেন, “সিনেমাটির শুটিং শেষ। কিছু প্যাচওয়ার্ক বাকি আছে, যা আগামী ১৬ ও ১৭ জুলাই শেষ হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছি। কাজটি নিয়ে অনেক বেশি আশাবাদী। অসাধারণ একটি গল্প। আশা করি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবেন।”

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন মিম। নতুন প্রজেক্ট নিয়ে তিনি জানান, “নতুন নতুন প্রস্তাব আসছে। তবে গল্প আর চরিত্র যদি মনের মতো হয়, তখনই সিদ্ধান্ত নিই।”

সম্প্রতি শ্রীলঙ্কা সফরও করেছেন এই অভিনেত্রী। ভ্রমণ প্রসঙ্গে মিম বলেন, “১০ দিন ছিলাম শ্রীলঙ্কায়। ভ্রমণটা আনন্দের আর স্মৃতিময় হয়ে থাকবে। এত সুন্দর সব জায়গা ঘুরেছি যে, দ্বিতীয়বার আর না গেলেও হবে।”

আরো পড়ুন