রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে শম্পা জুয়েলার্স থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিন (৪৬), অনিতা রায় (৩১), মো. নূরুল ইসলাম (৩৩) ও উত্তম চন্দ্র সুর (৪৯)।
ডিবি সূত্র জানিয়েছে, চুরি করার আগে দীর্ঘ তিন মাস ধরে এই চাঞ্চল্যকর চুরির পরিকল্পনা করা হয়। এটি বাস্তবায়ন করতে চুরি করার পূর্বে বেশ কয়েকবার রেকি করেছিলেন চোরচক্রের সদস্যরা।
তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের পর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় এক অভিযুক্তের বাড়ির খড়ের গাদা থেকে দেড়শ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যদের কাছ থেকেও স্বর্ণ ও নগদ অর্থ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি সূত্র।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রশিক্ষিত এই চক্রের দুই সদস্য বোরকা পরে রশি বেয়ে ভবনে প্রবেশ করেন। পরে দোকানের তালা ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে নিচে অপেক্ষমাণ সহযোগীর মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান তারা।
চুরি হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য আনুমানিক ১০ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত কুমার বিশ্বাস। তিনি জানান, ৮ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পর পরদিন সকালে সিকিউরিটি গার্ডের ফোন কল পেয়ে এসে দেখেন পুরো দোকান খালি।
তিনি আরও জানান, তার দোকানে নিজস্ব স্বর্ণালংকার ছিল ৪০০ ভরি এবং বন্ধকি স্বর্ণ ছিল ১০০ ভরি।
ঘটনার পর রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়, যা পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। সূত্র জানায়, চোররা শপিংমলের পেছনের অংশের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দ্বিতীয় তলায় অবস্থিত দোকানটির শাটার কেটে প্রবেশ করেছিল।
তবে এত অল্প সময়ের মধ্যেই এমন এক দুর্ধর্ষ চুরির ঘটনায় অপরাধীদের সনাক্ত ও গ্রেফতার করতে পারাকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বড় সফলতা হিসেবেই দেখা হচ্ছে।