Ridge Bangla

অবশেষে নেপালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গেল বাংলাদেশ টিটি দল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। সোমবার (২৮ জুলাই) ঢাকা থেকে রওনা হয়ে বর্তমানে নেপালে অবস্থান করছে দলটি। আগামীকাল ও বৃহস্পতিবার দক্ষিণ এশিয়া অঞ্চলের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এবারের আসরে শুধু দলগত ইভেন্টে খেলা হবে।

প্রথমদিকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ফেডারেশন চেয়েছিল, নির্বাচনের মাধ্যমে খেলোয়াড় চূড়ান্ত করা হবে, কিন্তু খেলোয়াড়রা র‍্যাংকিংয়ের ভিত্তিতে দল গঠনের দাবি জানান। এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে ফেডারেশন আয়োজকদের জানিয়ে দেয় যে বাংলাদেশ অংশ নিচ্ছে না।

বিষয়টি ক্রীড়াঙ্গনে সমালোচনার জন্ম দেয় এবং দেশের ক্রীড়া প্রশাসনের নজরে আসে। পরিস্থিতির চাপে ফেডারেশন সিদ্ধান্ত পরিবর্তন করে এবং শেষ পর্যন্ত র্যাংকিংয়ের ভিত্তিতেই দল পাঠানোর সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ দলের পুরুষ বিভাগে রয়েছেন: রামহিম লিয়ান বম, হৃদয়, জাভেদ আহমেদ ও ইমন।
নারী বিভাগে রয়েছেন: সোনাম সুলতানা সোমা, মৌ, খৈ খৈ সাই মারমা ও ঐশী।
দলের কোচ হিসেবে আছেন সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপও অংশ নিচ্ছে।

আরো পড়ুন