দীর্ঘ ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের পর অবশেষে অস্কারের স্বীকৃতি পাচ্ছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ২০২৫ সালের গভর্নরস অ্যাওয়ার্ডসে তাকে ‘অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
অ্যাকাডেমির বোর্ড অফ গভর্নরস জানায়, টম ক্রুজের সঙ্গে এবার এই সম্মান পাচ্ছেন কোরিওগ্রাফার, প্রযোজক ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এছাড়া ‘জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও সমাজকর্মী ডলি পার্টন।
টম ক্রুজ এর আগে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘জেরি ম্যাগুইরে’ এবং ‘ম্যাগনোলিয়া’ ছবির জন্য তিনবার অভিনয়ে অস্কার মনোনয়ন পেয়েছেন। প্রযোজক হিসেবে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির জন্যও মনোনীত হন। তবে জনপ্রিয়তা ও প্রশংসা সত্ত্বেও এখন পর্যন্ত হাতে তুলতে পারেননি অস্কারের মূল ট্রফি।
২০২৫ সালের ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের রেই ডলবি বলরুমে অনুষ্ঠিত হবে ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে টম ক্রুজকে এই সম্মাননা দেওয়া হবে।
অ্যাকাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং এক বিবৃতিতে বলেন, “এই বছর আমরা চারজন কিংবদন্তিকে সম্মান জানাতে যাচ্ছি, যাঁরা চলচ্চিত্র শিল্পে স্থায়ী প্রভাব রেখেছেন। টম ক্রুজ সেই তালিকায় অন্যতম।”
টম ক্রুজের ক্যারিয়ারে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—রিস্কি বিজনেস, অ্যা ফিউ গুড মেন, আইস ওয়াইড শাট, ভ্যানিলা স্কাই, ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার এবং জনপ্রিয় মিশন ইম্পসিবল সিরিজ।