Ridge Bangla

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু, ব্যাপক ক্ষতির মুখে ভারত

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা হিসেবে পাকিস্তান চালু করেছে একটি বহুমাত্রিক সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’, বাংলা অনুবাদে যার অর্থ ‘অপারেশন সিসা প্রাচীর’। এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতেই পাকিস্তান সেনাবাহিনী ভারতের ১১টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, এই হামলার প্রধান লক্ষ্য ছিল ভারতের চারটি উল্লেখযোগ্য বিমান ঘাঁটি—পাঠানকোট, উধামপুর, গুজরাট ও রাজস্থান। এছাড়া ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহমোসের একটি মজুত কেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এই হামলার পর ভারতের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ‘অপারেশন সিসা প্রাচীর’ শুধু প্রতিশোধমূলক পদক্ষেপই নয়, এটি উপমহাদেশের সামরিক ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।

সামরিক এই উত্তেজনা দুই দেশের মধ্যকার সীমান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।

ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা পরস্পরের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ এবং এর পরিণতি দীর্ঘস্থায়ী উত্তেজনায় রূপ নিতে পারে।

আরো পড়ুন