অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা সহ নানা অভিযোগের প্রেক্ষিতে ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এটি পুলিশের নিয়মিত কার্যবিধির একটি অংশ মাত্র। পুলিশ সদর দপ্তরের আদেশে বায়েজিদ আকনকে পুলিশের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বায়েজিদ আকন সোনাগাজী মডেল থানায় যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁর ব্যর্থতা নিয়ে নানা সমালোচনা হয়।
ভুক্তভোগীদের অনেকে হয়রানি ও বিচারহীনতার অভিযোগ এনে পুলিশ সুপার থেকে শুরু করে প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত এসব বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। সেসব অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে বদলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।