Ridge Bangla

‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’ নতুন সিনেমা নিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গেল মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। কারাগারে পাঠানোর পর জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন এবং জানান, তিনি গুরুতর অসুস্থ। তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এবং সোশ্যাল মিডিয়ায় আবারও সক্রিয় হয়েছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে নতুন সিনেমা নিয়ে একটি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’ ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, “অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। জ্বীন-৩ থেকে এবার কেউ রেহাই পাবে না।” তিনি আরও জানান, সিনেমাটি ৮ জুলাই বিকেল ৩টায় বিশ্বব্যাপী ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে।

এই পোস্টে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকেই শুভকামনা জানিয়েছেন এবং সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, “আপুকে বড় পর্দায় খুব মিস করি, এবার অনলাইনে হলেও সিনেমা দেখব।” আরেকজন লিখেছেন, “অবশেষে আপনাকে পর্দায় দেখার অপেক্ষা শেষ হচ্ছে। শুভকামনা রইলো।”

উল্লেখ্য, গ্রেপ্তার ও অসুস্থতার কারণে বেশ কিছুদিন সিনেমা ও শুটিং থেকে দূরে ছিলেন নুসরাত ফারিয়া। তবে নতুন সিনেমা ‘জ্বীন-৩’-এর মাধ্যমে তিনি আবারও আলোচনায় ফিরেছেন। ভক্তরা আশা করছেন, তাকে শিগগিরই আরও নতুন কাজ ও ভিন্ন চরিত্রে পর্দায় দেখা যাবে। সিনেমাটির গল্প, চমক ও রহস্য নিয়ে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মধ্যে।

আরো পড়ুন