Ridge Bangla

অন্তঃসত্ত্বা কিয়ারার জন্য উপাসনার বিশেষ ভালোবাসা

প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় থাকা বলিউড তারকা কিয়ারা আদবানি এখন অন্তঃসত্ত্বা। এই বিশেষ সময়ে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা। সেই তালিকায় এবার নাম লেখালেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা কনিডেলা।

উপাসনা নিজের হাতে তৈরি করে কিয়ারার জন্য পাঠিয়েছেন একটি বিশেষ উপহার—টক আমের আচার। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন কিয়ারা, যেখানে দেখা যায় একটি কাঁচের জারে সুন্দরভাবে সাজানো ঘরোয়া আমের আচার। ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, “ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণকে।”

এই ছোট্ট কিন্তু আন্তরিক উপহার যে কিয়ারার হৃদয় ছুঁয়েছে, তা তার পোস্ট থেকেই স্পষ্ট। জানা গেছে, ‘গেম চেঞ্জার’ সিনেমার শুটিং চলাকালে কিয়ারার সঙ্গে উপাসনার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব থেকেই এই মাতৃত্বকালীন সময়ে কিয়ারার জন্য এমন এক হৃদয়ছোঁয়া উপহার পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, উপাসনাও গত বছর মা হয়েছেন। তাই মাতৃত্বের এই মুহূর্তগুলো কেমন হয়, তা তিনি ভালোভাবেই অনুধাবন করতে পারেন।

এদিকে কিয়ারা আদবানি বর্তমানে আলোচনায় রয়েছেন ‘ওয়ার ২’ সিনেমা ঘিরে। ছবিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের বিপরীতে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবির শুটিং শেষ করেছেন কিয়ারা তার গর্ভাবস্থার আগেই। ইতোমধ্যে প্রকাশিত ছবির টিজারে তার বিকিনি লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘ওয়ার ২’ ছবিটি আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন