পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় গত ২৬ জুলাই এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পাবনার ঈশ্বরদীর বাসিন্দা সুব্রত কুমার বিশ্বাস সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, একই বিভাগের মাস্টার্স ইভিনিং প্রোগ্রামের এক ছাত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে পরে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন।
২০২৩ সালের ২২ সেপ্টেম্বর ভুক্তভোগী বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরদিন একাডেমিক কাউন্সিল অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্ত শেষে ৯ অক্টোবর সুব্রতকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সুপারিশ করা হয়। পরে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল বিস্তৃত তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
তদন্ত কমিটি ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী নীতিমালা ২০০৮’-এর আলোকে তার স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে, যা রিজেন্ট বোর্ড সর্বসম্মতভাবে অনুমোদন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, “আইন অনুযায়ী রিজেন্ট বোর্ড অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা কোনো আপস করিনি।”