Ridge Bangla

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী জাতীয় হকি দলে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. সাহিদুর রহমান সাজু। আন্তর্জাতিক অঙ্গনে তিনি জায়গা করে নিয়েছেন। তিনি আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হয়।

ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষিত ২০ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন সাজু।

সাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. সাহিদুর রহমান সাজু ছাড়া অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী জাতীয় হকি দলে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ছয় শিক্ষার্থী। তারা হলেন মাহমুদ হোসেন, মেহেরাব হাসান সামিন, রামিম হোসেন, আজিজার রহমান, আমিরুল ইসলাম এবং রাকিবুল হাসান রকি।

২০ সদস্যের হকি দলের অন্য খেলোয়াড়রা হলেন আশরাফুল হক সাদ, আমান শরিফ, মো. মুন্না ইসলাম, মো. রাহিদ হোসাইন জীবন, সাব্বির হোসাইন কনক, আশরাফুল আলম, মো. দ্বীন ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, হুজাইফা হোসাইন, তানভীর রহমান সিয়াম, ওবায়দুল হোসাইন জয় ও মো. আব্দুল্লাহ।

সাজুর এই অর্জনে সহপাঠী ও দলীয় সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। হকি মহলও তরুণ এই খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে সফল পারফরম্যান্সের প্রত্যাশা করছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন