চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। সেখানে নিগার সুলতানারা অংশ নিয়ে তাদের সর্বোচ্চ সাফল্য অর্জনের অপেক্ষায় আছে। কিন্তু নারী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিশ্বকাপের আগে বাংলাদেশ মেয়েদের কোনো আন্তর্জাতিক সিরিজ বা ম্যাচ নেই। নিগার সুলতানাদের প্রস্তুতি যেন ঠিকঠাক হয়, সেই পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়ে অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল এবং নারী ক্রিকেটারদের মধ্য থেকে দুটি দল বানিয়ে একটি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আগামী মাসের আইসিসি উইমেন্স ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিসিবি একটি টুর্নামেন্টের আয়োজন করছে। তিন দলের এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে উইমেনস চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে এই সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিবি। মেয়েদের দুটি দল হবে লাল ও সবুজ। এর সঙ্গে অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল নিয়ে হবে টুর্নামেন্ট। প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার মুখোমুখি হবে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। প্রতিটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে। সিরিজটি শুরু হবে আগামী সোমবার থেকে।
ম্যাচ না থাকলেও ব্যস্ততার মধ্যেই আছেন নিগার সুলতানারা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্প করে এসেছে বাংলাদেশ দল। কয়েক দিনের বিরতির পর বিকেএসপিতে বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ক্যাম্প।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী বিশ্বকাপের আয়োজক ভারত। হাইব্রিড পদ্ধতিতে হওয়ায় কিছু ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে লঙ্কান ডেরায়, যেটি হবে ২ অক্টোবর কলম্বোয়। এর আগে ২০২২ সালে একবারই ওয়ানডে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।