ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ ইন্ডাস্ট্রিতে দেড় যুগেরও বেশি সময় ধরে সক্রিয়। অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে তিনি দর্শক মহলে ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে ব্যক্তিজীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মাঝে মাঝে সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
সম্প্রতি প্রভা সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। প্রভা জানান, প্রতিষ্ঠানটি তার ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের ছবি-ভিডিও বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ের কাজে ব্যবহার করছে।
তিনি বলেন, “আমি তাদের থেকে কোনো সার্ভিস নিইনি, আমাদের কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। ঘুরতে গেলে নিজের খরচে যাই। এরপরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডের প্রচারণা চালাচ্ছে। এটি একদমই অনৈতিক। আমি অনুমতি দিইনি। এটি বন্ধ করতে হবে।”
প্রভা প্রতিষ্ঠানটিকে সতর্ক করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, তার অনুমতি ছাড়া কোনো ছবি বা ভিডিও ব্যবহার করা হলে তারা আইনগত দায়বদ্ধ হবেন।
সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন। এরপর থেকে অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণেও সক্রিয়। তার ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে নিয়মিত শেয়ার হয়, যা কোনো ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার ক্ষেত্রে তার অনুমতি প্রয়োজন।