চলচ্চিত্রের শুটিংয়ে অভিনয়শিল্পীদের নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো তা হাস্যকর, কখনো কষ্টকর, আবার কখনো অস্বস্তিকর। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। ঘটনাটি ঘটে ২০০০ সালে, অনিল কাপুরের সঙ্গে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবির শুটিং সেটে।
তখনও বলিউডে স্থায়ী অবস্থান তৈরি করেননি ঐশ্বরিয়া। যদিও ‘তাল’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল, বড় মাপের সাফল্যের সন্ধান তখনও পাননি। এই সময়ে পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির নায়িকা খুঁজছিলেন। অনিল কাপুরের পরামর্শেই ছবিতে সাইন করেন ঐশ্বরিয়া।
তবে শুটিং ফ্লোরে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। একটি শয্যা দৃশ্য ধারণ করা হচ্ছিল, যেখানে অনিল কাপুর ও ঐশ্বরিয়াকে বিছানায় ঘনিষ্ঠভাবে অভিনয় করতে হতো। ক্যামেরা ঘুরতে শুরু করলে এবং ‘অ্যাকশন’ শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই অনিল এগিয়ে আসেন। কিন্তু হঠাৎই চিৎকার করে উঠেন ঐশ্বরিয়া এবং দ্রুত মেকআপ রুমে চলে যান।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই বলিউডে বেশ আলোচনা তৈরি হয়। বিনোদনপত্রিকাগুলোতে খবর ছড়িয়ে পড়ে যে, দৃশ্যটির সময় ভীষণ অস্বস্তিতে পড়েছিলেন ঐশ্বরিয়া। শয্যা দৃশ্য ক্যামেরায় ধারণ করতে রাজি ছিলেন না তিনি। শেষ পর্যন্ত তার অনুরোধে পরিচালক সেই দৃশ্য বাদ দেন।
ঘটনার পরও ছবিটি মুক্তি পেয়ে বক্স অফিসে বড় সাফল্য অর্জন করে। অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই ও সোনালি বেন্দ্রে অভিনীত এই সিনেমা সে সময় দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যকে ঘিরে ঐশ্বরিয়ার অস্বস্তিকর অভিজ্ঞতা আজও বলিউডের এক আলোচিত অধ্যায় হয়ে আছে।