Ridge Bangla

অনলাইনে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড, কোটি টাকা জরিমানা

সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এর মাধ্যমে অনলাইন জুয়া, প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। নতুন এ আইনে এসব অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, অনলাইন জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপ বা যেকোনো ডিজিটাল ডিভাইস তৈরি ও পরিচালনা করা, খেলায় অংশ নেওয়া, সহায়তা করা কিংবা উৎসাহ দেওয়া—সবই দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন দেওয়া বা প্রচার চালানোও অপরাধের আওতায় আসবে।

অধ্যাদেশের ২০ ধারায় উল্লেখ রয়েছে, এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের জেল, এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।

তথ্যবিবরণীতে আরও বলা হয়, অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। পাশাপাশি সরাসরি বা পরোক্ষভাবে জুয়া খেলায় অংশগ্রহণ, সহায়তা, বিজ্ঞাপন ও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জরুরি ভিত্তিতে অনলাইন জুয়ার সব ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, গেটওয়ে, লিংক ও বিজ্ঞাপন বন্ধ বা ব্লক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন