দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই মাত্রা বেড়ে ১৮৮ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সেখানে বসবাসকারী জনগণকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, টানা বৃষ্টির কারণে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নোয়াখালীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলায় ইতোমধ্যে অনেক সড়ক, গলি এবং ঘরবাড়ি পানিতে ডুবে গেছে।
অন্যদিকে, কুমিল্লার গোমতী নদীর পানিও দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় নদীটির পানি ৯.৬৮ মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে, যা বিপৎসীমার (১১.৩ মিটার) ১.৬২ মিটার নিচে। তবে পানির স্তর দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি আরও সংকটময় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।