Ridge Bangla

অতিরিক্ত মদপানে বিজয়নগরে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সৌরভ দাস (২৫)। এছাড়া একই ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত মদপান করার ফলে অসুস্থ হয়ে পড়েন। পরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লাইফ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে দুজনের মৃত্যু হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন