মিজানুর রহমান অভি নামের এক অটোরিকশা চালককে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) ভোরে এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিকে হত্যার পর তার বন্ধুকেও হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
নিহত অভি হাশিমপুর গ্রামের বাসিন্দা হলেও পরিবার নিয়ে তিনি নারায়ণগঞ্জে থাকতেন। সেখানেই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তিনি গ্রামে আসলে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাহিদ গাজীর সঙ্গে তার বিরোধ শুরু হয়। এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাহিদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
বুধবার ভোরে স্থানীয় এক ব্যক্তি রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভির বন্ধু নুর আলম বেপারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে কল দিয়ে নাহিদ তাকে বলে, “অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো।” কল চলাকালীন কান্নার শব্দও শোনা যায় বলে জানান তিনি।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।