ওপার বাংলায় অনুষ্ঠিত হলো টলিউডের আলোচিত সিনেমা ‘রক্তবীজ ২’-এর প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার খলনায়ক মুনির আলম চরিত্রে অভিনয় করা অঙ্কুশ হাজরা। তাঁকে ঘিরে উন্মত্ত হয়ে পড়েন নারী ভক্তরা, যার ফলে ছোটখাটো হতাহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এদিন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবীর চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ টলিউডের বহু তারকা। দর্শক ও ভক্তদের ভিড় সামলাতে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা।
অঙ্কুশ হাজরা প্রেক্ষাগৃহে প্রবেশ করতেই কয়েকজন নারী ভক্ত তাঁকে ঘিরে হুড়োহুড়ি শুরু করেন। এতে কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন আহত হন। তিনি জানান, “মেয়েরা অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ছেন। মাঝখান থেকে আমার হাত জখম! কব্জির হাড় ফুলে গেছে।” অঙ্কুশ এই ঘটনার বিষয়ে হাসি ছড়িয়ে বলেন, “নন্দিতা-শিবুদার ছবির এটাই ম্যাজিক।”
প্রিমিয়ারে উপস্থিত প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমার সবার জন্য শুভকামনা জানান। মিমি চক্রবর্তী তার বাবাকে সঙ্গে নিয়ে আসেন, আর নুসরাত জাহান উপস্থিত দর্শকদের বর্ডার পাস সিনেমার সাফল্যের খবরে শুভেচ্ছা জানান।
প্রদর্শনী শেষ পর্যন্ত চলতে থাকে উৎসাহ উদ্দীপনা ও হট্টগোলের মধ্যে। তবে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো টলিউডে অঙ্কুশ হাজরার জনপ্রিয়তা কতটা ব্যাপক, এবং দর্শকরা তাঁকে ঘিরে কতটা উন্মাদ হয়ে ওঠেন।