টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা অঙ্কুশ হাজরা একসময় প্রেমের সম্পর্কের জন্য আলোচিত ছিলেন। দীর্ঘ সময় ভক্ত ও ইন্ডাস্ট্রির মানুষের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল চলছিল। বহু ছবিতে জুটি বাঁধা নুসরাত-অঙ্কুশ প্রায়ই পার্টি ও অ্যাওয়ার্ড শো-তেও একসঙ্গে উপস্থিত হতেন।
তবে, সম্পর্কটি বহুদূর এগোতে পারেনি। হঠাৎই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং প্রেম ভেঙে যায়। সম্পর্ক ভাঙার পর দুজনই একে অন্যের ব্যক্তিগত জীবন থেকে কিছুটা দূরে থাকেন। এমনকি নুসরাতকে বিভিন্ন সময়ে অঙ্কুশের উদ্দেশ্যে কটাক্ষ করতে দেখা গেছে।
সম্প্রতি ‘রক্তবীজ ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ, আর একই ছবির আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রশ’-এ জমিয়ে নাচ করেছেন নুসরাত। এ কারণে তাকে পুনরায় অঙ্কুশ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়।
এই বিষয়ে নুসরাত বলেন, “আমি কখনও বলেছি? আমরা একসঙ্গে অনেক সিনেমা করেছি এবং সেই কাজটিকে আমি ভীষণভাবে সম্মান করি। আমরা সেই সময় খুব ভালো বন্ধু ছিলাম। আমাকে নিয়ে উল্টো দিক থেকে কেউ কিছু বললে, আমার সে বিষয়ে কিছু বলার নেই। দর্শক হয়তো এতে মজা পায়, তবে এটা আমার শিক্ষাদীক্ষা নয়। আমি কারও ব্যাপারে নেগেটিভিটি ধরে রাখতে পারি না।”
উল্লেখ্য, ২০১৯ সালে নুসরাত ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয় এবং পরবর্তীতে তিনি যশ দাশগুপ্তকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের পুত্র ঈশানের জন্ম হয়। অন্যদিকে, অঙ্কুশের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তিনি ঐন্দ্রিলা সেনের সঙ্গে দীর্ঘ সম্পর্ক বজায় রেখেছেন। নুসরাতের মন্তব্য থেকে স্পষ্ট, অতীতের সম্পর্কের বিষয়ে তিনি ইতিবাচক ও শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে আগ্রহী।