Ridge Bangla

অক্ষয় কুমার–রাভিনা ট্যান্ডনের প্রেমকাহিনির অপ্রত্যাশিত মোড়

একসময় বলিউডে সবচেয়ে আলোচিত জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। একাধিক হিট সিনেমা ও গান দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন তারা। রুপালি পর্দার রোমান্সের ছোঁয়া যেন তাদের ব্যক্তিজীবনেও বিস্তৃত ছিল। তবে হঠাৎ করেই তাদের সম্পর্ক ভেঙে যায়, যার পেছনে উঠে আসে চিরকালীন রহস্যময়ী নায়িকা রেখা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রেখার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছালে রাভিনার সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব ও কথাকাটাকাটি এমন পর্যায়ে পৌঁছায় যে সেটে হাতাহাতি পর্যন্ত ঘটে। অবশেষে রাভিনা সেট ছেড়ে চলে যান। পরিচালক ও প্রযোজকসহ পুরো সেট তখন চমকে যায়।

এরপর রাভিনা অক্ষয়ের উপর রাগে প্রাক্তন প্রেমিক কমল সাদানার কাছে ফিরে যান। কমল জানান, রাভিনার হঠাৎ জীবনে আসায় তার মুখে হাসি ফুটেছিল। তিনি বলেন, “রাভিনার দুঃখ একমাত্র আমি বুঝতে পারি। তাই বারবার সে আমার কাছে ফিরে আসে।”

এই ঘটনাক্রমে অক্ষয়–রাভিনা জুটির রোমান্টিক অধ্যায় শেষ হয়, এবং রেখার নাম উঠে আসে সম্পর্কের ভাঙনের পেছনে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন