চলতি অক্টোবর মাসে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটির বিরল সুযোগ। সাধারণ ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যুক্ত করলে এই দীর্ঘ বিশ্রাম উপভোগ করা সম্ভব হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা প্রতি বছর নিজ নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারেন। তবে বছরের শুরুতেই এ ছুটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।
আগামী ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্যামা পূজা উপলক্ষে নেওয়া যাবে ঐচ্ছিক ছুটি। তার আগে ১৭ অক্টোবর শুক্রবার এবং ১৮ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। মাঝের দিন ১৯ অক্টোবর রোববার কর্মদিবস হলেও, অনেকে যদি সেদিনের ছুটি নেন, তাহলে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটানো যাবে।
অর্থাৎ, মাত্র একদিনের ব্যক্তিগত বা বার্ষিক ছুটি নিলেই অক্টোবরেই মিলবে টানা চার দিনের ছুটির সুযোগ, যা পরিবার-পরিজনের সঙ্গে ভ্রমণ বা বিশ্রামের জন্য চমৎকার সময় এনে দেবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, মুসলিম চাকরিজীবীরা ৫টি ধর্মীয় পর্বে সর্বোচ্চ ৩ দিন, সনাতন ধর্মাবলম্বীরা ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন, খ্রিস্টানরা ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।