Ridge Bangla

অক্টোবরেই আসছে বহুল প্রতীক্ষিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’

অফিশিয়াল ঘোষণা এলো—শেষ হয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর শুটিং। সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটাতে এবার সামনে এলো এক আবেগঘন বিহাইন্ড দ্য সিন ভিডিও, যেখানে ধরা পড়েছে এই মিথো-ফ্যান্টাসি এপিকের বিশাল আয়োজন, আধ্যাত্মিক আবহ এবং ভারতের প্রাচীন সাংস্কৃতিক শিকড়।

চলচ্চিত্রটির নির্মাতা, নায়ক এবং সহ-লেখক রিশব শেঠি এই সিনেমাকে শুধুমাত্র একটি চলচ্চিত্র না বলে, একে ‘পবিত্র শক্তি’র রূপ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, “এই চলচ্চিত্র মানুষের আত্মা ও মাটির সঙ্গে সম্পর্কের এক গভীর অভিজ্ঞতা তুলে ধরবে।” তিন বছরের পরিশ্রমে নির্মিত এই প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ১’ প্রযোজনা করেছে হোম্বালে ফিল্মস—যারা এর আগে ‘কেজিএফ’ ও ‘সালার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছে।

আন্তর্জাতিকভাবে ২ অক্টোবর ২০২৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে ট্রেইলার ও সেট ভিজ্যুয়াল ঘিরে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, ভারতীয় সিনেমায় মিথ, লোকবিশ্বাস এবং আধুনিক ফ্যান্টাসির এই মিশ্রণ নতুন মাত্রা যোগ করবে।

বিশেষজ্ঞদের মতে, ‘কান্তারা: চ্যাপ্টার ১’ কেবল একটি সিনেমা নয়—এটি হবে এক ঐতিহাসিক অভিজ্ঞতা, যা ধর্ম, সংস্কৃতি এবং আত্মিক সংযোগকে পর্দায় প্রাণবন্ত করে তুলবে। এখন অপেক্ষা কেবল প্রেক্ষাগৃহে মুক্তির।

আরো পড়ুন