রাজধানীর রামপুরায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি গ্রিড সাবস্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে হাতিরঝিল, রামপুরা, বনানী, গুলশান, ফার্মগেট, মগবাজারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রোববার (২২ জুন) রাত ৯টা ৫০ মিনিটে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে এ ত্রুটির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পিজিসিবি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, “রামপুরার পিজিসিবি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে মূলত ডিপিডিসি আওতাধীন এলাকাগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন হয়। ডেসকোর আওতায় থাকা এলাকাগুলো তুলনামূলকভাবে কম প্রভাবিত হয়েছে। পিজিসিবির প্রকৌশলীরা ত্রুটি নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রয়োজনে বিকল্পভাবে (বাইপাস করে) বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
এদিকে, এক বিবৃতিতে পিজিসিবি জানায়, আকস্মিক কারিগরি ত্রুটির ফলে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিচ্যুতি ঘটেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
বিদ্যুৎহীনতার ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাসাবাড়ি, অফিস ও হাসপাতালে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। রাতেই সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।