Ridge Bangla

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

তিন মাসের আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

এর আগে ৩ এপ্রিল ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল, যা গড় ১৫ শতাংশ বিদ্যমান শুল্কের তুলনায় ছিল দ্বিগুণেরও বেশি। নতুন ঘোষণায় তা সামান্য হ্রাস পেয়ে ৩৫ শতাংশে দাঁড়াল।

এই শুল্ক হার শুধু বাংলাদেশ নয়, আরও ১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে ধার্য করা হয়েছে। নতুন তালিকায় রয়েছে জাপান (২৫%), দক্ষিণ কোরিয়া (২৫%), মালয়েশিয়া, মিয়ানমার (৪০%), লাওস, কম্বোডিয়া ও থাইল্যান্ড (৩৬%)। ঘোষণা অনুযায়ী, নতুন শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এটি খাতভিত্তিক ছাড় ছাড়াও প্রযোজ্য হবে। এমনকি অন্য দেশের মাধ্যমে ঘুরপথে এলে শুল্ক এড়ানো যাবে না।”

তবে তিনি আরও বলেন, “বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কেন্দ্র স্থাপন করে, তাহলে শুল্ক মওকুফ করা হবে এবং দ্রুত অনুমোদনের মাধ্যমে ব্যবসা শুরুতে সহায়তা দেওয়া হবে।”

এদিকে এ ঘোষণার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৯ জুলাই) ওয়াশিংটনে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে শুল্ক হার কমাতে এবং মার্কিন বাজারে রপ্তানি প্রবেশাধিকার বজায় রাখতে।

আরো পড়ুন