Ridge Bangla

দক্ষিণী চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এখন সাই পল্লবী

বর্তমান সময়ে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। কেবল দক্ষিণ ভারতেই নয়, হিন্দিভাষী দর্শকরাও দক্ষিণী ছবির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। এর প্রভাব পড়েছে তারকাদের পারিশ্রমিকেও। পুরুষ তারকাদের পাশাপাশি নারী তারকারাও বাড়িয়েছেন তাঁদের সম্মানী, আর এই তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাই পল্লবী।

অভিনয়ের দক্ষতা, প্রকৃত অভিনয়ের প্রতি নিষ্ঠা এবং বেছে বেছে কাজ করার কারণে সাই পল্লবী আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। সাধারণত রোমান্টিক ও ড্রামা ঘরানার ছবিতে দেখা যায় তাকে। ২০১৮ সালে এক বছরে চারটি ছবিতে অভিনয় করলেও, এরপর থেকে তিনি বছরে একটি করে ছবিতে কাজ করছেন।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘থান্ডেল’ ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৫ কোটি রুপি। তবে আসন্ন ‘রামায়ণ’ ছবির জন্য তিনি নিয়েছেন রেকর্ড ১৮–২০ কোটি রুপি পারিশ্রমিক। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে তাকে দেখা যাবে ‘সীতা’ চরিত্রে।

এই পারিশ্রমিকের মাধ্যমে সাই পল্লবী এখন দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীতে পরিণত হয়েছেন। তার পাশাপাশি রাশমিকা মান্দানা, নয়নতারাসহ আরও বেশ কিছু অভিনেত্রী পারিশ্রমিক বৃদ্ধি করেছেন, তবে সাই পল্লবীর রেকর্ড নজর কেড়েছে পুরো ইন্ডাস্ট্রিতে।

এই প্রবণতা প্রমাণ করে, দক্ষিণী সিনেমায় নারী তারকাদের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় এবং তাঁদের মেধার যথাযথ মূল্য দেওয়া হচ্ছে।

আরো পড়ুন